ধর্ম ও জীবননারী ভূবনবড় পর্দার খবরবিদেশী কলামভিন্ন খবরভিন্ন জীবনমত-দ্বিমতলাইফ স্টাইল ও ফ্যাশন
আমরা ভালোবেসে বিয়ে করেছি আল্লাহর জন্যই – সানা খান

ধর্মের টানে গত অক্টোবরে শোবিজ ছাড়ার কথা ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী ও বিগবস তারকা সানা খান। তার সেই ঘোষণা নিয়ে হইচই ফেলে দিয়েছিল। এবার তিনি আলোচনায় এলেন গুজরাটের মাওলানা মুফতি আনাসকে বিয়ে করে।
এ বিয়ে নিয়ে যখন নানা রকম আলোচনা-সমালোচনা চলছে তখনই মুখ খুলেছেন সানা খান। তিনি কারণ জানালেন এ বিয়ের।
‘আল্লাহর সন্তুষ্টির জন্যই মৌলানা মুফতি আনাসকে বিয়ে করেছি’- বলে দাবি করেছেন সানা। স্বামীর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে এমন কথাই লিখেছেন। ছবির ক্যাপশনে তিনি আরও লিখেছেন, ‘আল্লাহর জন্যই আমরা একে অপরকে ভালোবেসেছি। আল্লাহর জন্যই আমরা বিয়ে করেছি। আল্লাহ যেন এই দুনিয়ায় আমাদের একসঙ্গে রাখেন এবং জান্নাতেও আমাদের পুনরায় মিলিত করেন।’
সানা খানের পোস্ট :
শুক্রবার (২০ নভেম্বর) সানার বিয়ে হয়েছে। বিয়ের অনুষ্ঠানের পর কেক কেটে উদযাপনও করতে দেখা যায় নবদম্পতিকে। সানার স্বামী মুফতি আনাস সম্পর্কে জানা গেছে, তিনি গুজরাটের একজন জনপ্রিয় আলেম।
এর আগে গত ৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ বার্তায় বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সানা খান। ‘বিগ বস’র এ প্রতিযোগী একটি দীর্ঘ স্ট্যাটাসে লিখেছিলেন, ‘আমি বিনোদন দুনিয়াকে বিদায় জানাচ্ছি। মানবতার সেবা করতে এবং স্রষ্টার আদেশ অনুসরণ করতে এ তারকা জীবন ছেড়ে আমি চিরদিনের মতো দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও লেখেন, ‘সবাইকে অনুরোধ করছি আমার জন্য প্রার্থনা করবেন। আল্লাহ যেন আমার অনুশোচনা কবুল করেন। এখন থেকে শোবিজের কোনো কাজের জন্য আমার সঙ্গে কেউ যোগাযোগ করবেন না।’
উল্লেখ্য, মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করেন সানা। সানা প্রায় পাঁচটি ভাষায় ১৪টি চলচ্চিত্রে এবং ৫০টির মতো বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে তিনি দর্শকের কাছে সব থেকে বেশি আলোচিত বিগবস সিজন-৬ এবং বলিউড সুপারস্টার সালমান খানের ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।